মন্ত্রিসভার বৈঠকে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে প্রায় এক ঘণ্টা আলোচনা হয়। একপর্যায়ে মন্ত্রিসভার সদস্যরা এ স্যাটেলাইটের সমালোচনাকারীদের বিষয় নিয়ে বক্তব্য দেন। এ পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, যেকোনো বিষয় নিয়ে যে কেউ সমালোচনা করতেই পারে। কিন্তু ভুল তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা খুব দুঃখজনক বিষয়।

পরে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আলোচনা করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রমুখ। একপর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, কোটা বাতিলের বিষয়ে আমি ঘোষণা দিয়েছি। এটি বাস্তবায়ন করতে একটি কমিটি গঠন করা হবে। এ কমিটি সাংবিধানিক বিষয়গুলোসহ সব কিছু পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে। কিন্তু তার আগেই ছাত্রছাত্রীরা আলটিমেটাম দিয়ে রাস্তায় নেমে পড়ল। আমরা তো কাজ করছি। এমনটা তো নয়, যে আমরা কাজ করছি না।

 

About স্টাফ রিপোর্টার

Check Also

ঢাকায় চালু হচ্ছে ফাইভ-জি মোবাইল নেটওয়ার্ক সেবা। রাজধানীর প্রায় ২০০টি স্থানে এ সেবা পাওয়া যাবে।এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *