জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোজিনা রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলাস্থ তার নিজ গ্রাম জুরান মোল্লাপাড়ায় একটি মসজিদ নির্মাণ করছেন। সোমবার মসজিদের কাজ উদ্বোধন করেছেন এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী।
এ ব্যাপারে রোজিনা বলেন, আমার শিশুকাল রাজবাড়ীর গোয়ালন্দে কেটেছে। অনেক সুখের স্মৃতি রয়েছে। আমি লন্ডনে বেশিরভাগ সময় থাকলেও সুখের স্মৃতিগুলো সব সময় মনে পড়ে। ব্যস্ততার কারণে গোয়ালন্দে তেমন একটা আসা হয় না। নিজের ভালোলাগা থেকেই বাড়ির সামনে মায়ের নামে একটি মসজিদ করছি এবার।
মসজিদ উদ্বোধনের সময় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীসহ স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে মায়ের নামে ‘খাদিজা জামে মসজিদ’ নির্মাণ হচ্ছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী। এদিকে নিজের এলাকায় একটি চক্ষু হাসপাতাল করার ইচ্ছা প্রকাশ করেছেন রোজিনা।