মহাখালীর সাততলা বস্তিতে আগুন

রাজধানীর মহাখালীর সাততলা বস্তীতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। সোমবার (২৩ নভেম্বর) রাত ১১টা ৪৭ মিনিটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

মধ্যরাতে বস্তিবাসী ঘুমন্ত থাকায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে আশংকা করা যাচ্ছে।

ফায়ার সার্ভিস সদর দপ্ত‌রের ডিউটি অফিসার বলেন, মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট একযোগে রওনা হয়েছে।

আগুনে এখন পর্যন্ত ৫০টিরও বেশি বাড়ি-ঘর ও দোকানপাট পুড়ে গেছে। এদিকে আগুনের লেলিহান শিখা পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে। এতে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে চারপাশ।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *