“মাওয়া সুদান ” জম্মু-কাশ্মীরের প্রথম নারী পাইলট

ভারতের বিমান বাহিনীতে পাইলট হিসেবে নিযুক্ত হয়েছেন জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার প্রথম নারী “মাওয়া সুদান”।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রাজৌরি জেলার নওশেরা এলাকার তেহসিল সীমান্তের লাম্বেরি গ্রামে মাওয়া সুদানের বাড়ি। ভারতের বিমান বাহিনীর ফ্লাইং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। দেশটির বিমান বাহিনীর ১২তম নারী পাইলট এবং রাজৌরি থেকে প্রথম ফাইটার পাইলট হিসেবে তিনি নিয়োগ পেলেন।

মেয়ের সফলতায় ব্যাপক খুশি বিনোদ সুদান। তিনি বলেন, ‘আমি গর্বিত। এখন সে শুধু আর আমাদের মেয়ে নয়, সে এখন দেশের মেয়ে। এখন আমরা শুধু অভিনন্দন বার্তা পাচ্ছি।’

মাওয়া সুদানের বোন মানিয়াতা সুদান বলেন, স্কুলে পড়া অবস্থা থেকে মাওয়া চাইত ফাইটার পাইলট হতে। বড় বোনের জন্য আমি কতটা গর্বিত, তা ভাষায় প্রকাশ করা যাবে না। আর এটা তার শিশুবেলা থেকে স্বপ্ন ছিল। আমি নিশ্চিত যে শিগগিরই তাঁর খ্যাতি ছড়িয়ে পড়বে।

মাওয়ার মা সুষমা সুদান বলেন, এতে আমি ভীষণ আনন্দিত। সে আমাদের গর্বিত করে তুলেছে। অনেক কঠোর পরিশ্রম করে মেয়ে আমার সফলতা পেয়েছে।

About স্টাফ রিপোর্টার

Check Also

সংবাদ সম্মেলনে এসে শান্তির বার্তা দিল তালেবান

বিশ্বকে চমকে দিয়ে অতি দ্রুত কাবুল দখল করে ফেলার দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *