মানুষের মৌলিক অধিকার না থাকলেও স্যাটেলাইট ওড়াচ্ছে সরকার

দুপুরে জাতীয় প্রেসক্লাবে  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্যাটেলাইটের মালিকানা দুই ব্যক্তির হাতে চলে গেছে।

এসময় তিনি আরো বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার না থাকলেও স্যাটেলাইট ওড়াচ্ছে সরকার।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ আগে ঘুরুক, পৃথিবী পরিক্রম করুক, তারপর দেখা যাবে। স্যাটেলাইটের মালিকানাও চলে গেছে দুজন লোকের হাতে এবং সেখান থেকে কিনে নিতে হবে।’

ফখরুল বলেন, ‘চুক্তি হচ্ছে অনেক। এই চুক্তি করার অধিকার তাদের কে দিয়েছে? যে চুক্তিই করেন না কেন আপনি, সেই চুক্তি তো জনগণের চুক্তি নয়। আমি এ বিষয়ে খুব বেশি কিছু বলব না। কারণ এ বিষয়টি ভালো করে দেখিনি। আগে দেখি চুক্তিগুলো কী হয়েছে?’

রোহিঙ্গার বিষয়ে সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, ‘সরকার মিয়ানমারের সঙ্গে চুক্তি করেছে। কিন্তু চুক্তি করেও এখন পর্যন্ত কোনো রোহিঙ্গাকে ফেরৎ পাঠানো গেছে? কেউ তার নিজ দেশে যেতে পারে নাই। যেটা সবচেয়ে আমার বেশি দরকার তিস্তা চুক্তি সেটিও হয় নাই।’

মির্জা ফখরুল বলেন, ‘জনগণই হচ্ছে এই দেশের মালিক। সেই মালিকদের যে চাহিদা, আশা আকাঙ্ক্ষা তা পূরণ করবার ব্যবস্থা করুন। অন্যথায় এই দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না। আলোচনা করুন, দেশনেত্রীকে মুক্তি দিন, তার সঙ্গে কথা বলুন এবং নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করুন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন।’

জাতীয় ঐক্য ছাড়া আমাদের কোনো উপায় নেই। গোটা দেশের মানুষকে এক করতে হবে। এক করে এই ভয়াবহ দানবকে সরাতে আমাদের কাজ করতে হবে। অবশ্যই অন্যন্য রাজনৈতিক দল, ধর্ম, বর্ণ সবাইকে সঙ্গে নিয়েই এই দানবকে সরাতে হবে।

 

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *