মার্কিন নৌবহরে যোগ দিয়েছে জাপানের যুদ্ধজাহাজ

উত্তপ্ত উত্তর কোরিয়ার উপদ্বীপে মার্কিন নৌবহর ‘ইউএসএস কার্ল ভিনসন’ এর সঙ্গে যোগ দিয়েছে জাপানের দুটি যুদ্ধজাহাজ। উত্তর কোরিয়াকে ভয় দেখাতেই এ আয়োজন বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

জাপানের ‘আশিগারা’ ও ‘সামিদের’ নামে দুই ডেস্ট্রয়ার বা যুদ্ধজাহাজ গত শুক্রবার তাদের সাসেবো ঘাঁটি থেকে উত্তর কোরিয়ার উপকূলে মার্কিন নৌবহরের সঙ্গে যোগ দিতে রওনা হয়েছে। তবে, যুক্তরাষ্ট্র ও জাপানের নৌমহড়া নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো ঘোষণা দেওয়া হয়নি। এ বিষয়ে বিস্তারিত কিছু জানাও যায়নি। তবে গত সপ্তাহে জাপানের নৌবাহিনী এ মহড়ার ঘোষণা দিয়েছে।

এ মহড়ায় হেলিকপ্টার ল্যান্ডিং ও যোগাযোগ রক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবহরে তিনটি যুদ্ধজাহাজ রয়েছে যার প্রতিটিতেই ক্ষেপণাস্ত্র রয়েছে।

About স্টাফ রিপোর্টার

Check Also

সংবাদ সম্মেলনে এসে শান্তির বার্তা দিল তালেবান

বিশ্বকে চমকে দিয়ে অতি দ্রুত কাবুল দখল করে ফেলার দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *