মা হারালেন চিত্রনায়ক নিরব

চিত্রনায়ক নিরবের মা নূরজাহান আলম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৪ বছর।বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিরবের মায়ের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক সাইফ চন্দন।

জানা গেছে, নিরবের মা কিডনি ও হৃদরোগে ভুগছিলেন। তার দুটো কিডনিই অকেজো ছিল। তাই নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো। তবে তার মৃত্যুর কারণ হার্টঅ্যাটাক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মরদেহ নিয়ে সকালে নিরবের গ্রামের বাড়ি রাজবাড়ীতে রওনা দেওয়া হয়েছে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। নিরবের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফিল্মপাড়ার অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার আত্মার শান্তি কামনা করে স্ট্যাটাসও দিয়েছেন নিরবের সহকর্মীরা।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *