মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শনিবার দুপুর ১টার পর ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছ থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

গত ১লা ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর গত ২৭শে ফেব্রুয়ারি সেই নির্বাচনে ঢাকার দুই সিটির নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরা শপথ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরের মেয়র আতিকুল ইসলাম এবং দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসকে শপথ পাঠ করান।

বিদায়ী মেয়র সাঈদ খোকন ২০১৫ সালের ৫ই মে শপথ নিয়েছিলেন। সেই বছরের ১৬ই মে ডিএসসিসির প্রথম বোর্ডসভা অনুষ্ঠিত হয়। সেই হিসাবে আজ ১৬ মে শেষ হয় তার মেয়াদ। এরই ধারাবাহিতায় স্থলাভিষিক্ত হন নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

About স্টাফ রিপোর্টার

Check Also

বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দুর্নীতির দায়ে বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *