মোদিকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ভারভারা রাওকে গ্রেফতার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে নকশাল মনোভাবাপন্ন নেতা ভারভারা রাও-কে গ্রেফতার করেছে দেশটির মহারাষ্ট্রের পুলিশ।

মঙ্গলবার হায়দরাবাদে স্থানীয় পুলিশের সহায়তায় তাঁর বাসায় অভিযান চালায় মহারাষ্ট্রের পুলিশ। এরপরই গ্রেফতার করা হয় কবি ও লেখক ভারভারা রাও-কে।

তাঁর দুই মেয়ের বাসাতেও অভিযান চালানো হয়। গ্রেফতারের পরই তার স্বাস্থ্য পরীক্ষার জন্য সরকারি গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভারভারাকে।

যদিও পুলিশ তরফে বলা হয়েছে ভীমা-কোরেগাঁওতে বিক্ষোভ ও সহিংসতার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগেই ভারভারা রাও-কে গ্রেফতার করা হয়েছে।

About স্টাফ রিপোর্টার

Check Also

সংবাদ সম্মেলনে এসে শান্তির বার্তা দিল তালেবান

বিশ্বকে চমকে দিয়ে অতি দ্রুত কাবুল দখল করে ফেলার দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *