মোনালিসার জন্য যুক্তরাষ্ট্রে গেলেন তাহসান

করোনাভাইরাসের শুরু থেকে বাসায় পুরোপুরি লকডাউনে ছিলেন গায়ক ও অভিনেতা তাহসান খান। এর মধ্যেই গেল ঈদে বিদ্যা সিনহা মিমের সঙ্গে একটি কাজ করেছেন। এবার তিনি প্রবাসী অভিনেত্রী মোনালিসার সঙ্গে অভিনয়ের জন্য সোজা উড়ে গেলেন যুক্তরাষ্ট্রে।

দুই বছর পর আবারো টিভি নাটকে অভিনয় করলেন নিউইয়র্ক প্রবাসী জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা। আসছে ঈদে এই অভিনেত্রীকে দেখা যাবে ‘দেখা হবে’ শিরোনানের একটি নাটকে। এতে তিনি জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসানের সঙ্গে। গেলো সপ্তাহে তাহসান আমেরিকায় উড়াল দেন নাটকটির শুটিংয়ের জন্য। নাটকটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। তিনিও দুই বছর পর এই নাটকের মধ্য দিয়ে নির্মাণে ফেরেন জানান। নাটকটি প্রযোজনা করেছেন জনপ্রিয় নির্মাতা হিমু আকরাম। এটি তার প্রযোজিত চতুর্থ নাটক।

তিনি বলেন, পরিচালনার পাশাপাশি মাঝে মধ্যে প্রযোজনা করি। যদি ভালো লাগার মতো কোনো গল্প পাই। এই নাটকের গল্পটিও তেমন মনে হয়েছে।

নাটকের গল্প প্রসঙ্গে তিনি বলেন, গল্পের নায়ক করোনা আক্রান্ত হবার পর সাবেক প্রেমিকা গোপনে তাকে দেখতে আসে। তার পাশে দাঁড়ায়। গোপনে খাবার ওষুধ আর চিরকুট দিতে থাকে দরজার সামনে। পুরোনো প্রেমিকার হাতের লেখা, রান্না করা খাবার, চিরকুটের পারফিউমের ঘ্রানে একটা সময় ভুল ভাঙ্গে প্রেমিকের। তার আবার ইচ্ছে হয় ব্রুকলিন ব্রিজের নিচে বসে প্রেমিকার চোখের দিকে তাকাতে। যেই চোখের মায়ায় লেপ্টে আছে কতো কতো সুখ। কতো কতো অভিমান। করোনা যে মানুষের মান অভিমান, জেদ মুছে দিতে পারে সেই গল্পের নামই ‘দেখা হবে’। নিউইয়র্কের ম্যানহাটন, কুইন্স, কনি আইল্যান্ড, জন বিচের চমৎকার সব লোকেশনে নাটকটির শুটিং হয়েছে।

প্রসঙ্গত, মোনালিসা ২০১৮ সালে সর্বশেষ দেশে আসেন। সেই সময় কয়েকটি নাটকে তিনি অভিনয় করেন। অন্যদিকে তাহসান করোনা পরিস্থিতির এই প্রথন নাটিকে কাজ করলেন।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *