ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম মোবাইল ফোনে কথা বলার ওপর নতুন করে করারোপ না করতে অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করবেন বলে জানিয়েছেন।
আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তারানা হালিম এ কথা জানান।
তারানা হালিম বলেন, আমি মোবাইলে কথা বলার ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের জন্য অর্থমন্ত্রী বরাবর একটি চিঠি দিয়ে অনুরোধ করেছিলাম। তারপরও প্রস্তাবিত বাজেটে করারোপের ঘোষণা করা হয়েছে। সহজে কথা বলার সুযোগ করে দিতে আমরা যে অঙ্গীকার করেছিলাম, এটার তার পরিপন্থী। আমি আশা করছি, সংসদে প্রস্তাবিত করারোপের প্রস্তাব প্রত্যাহার করে নেবেন অর্থমন্ত্রী।