নির্বাসিত ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেনের প্রত্যাবর্তন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া আল্টিমেটাম দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান।
যুক্তরাষ্ট্রে থাকা গুলেনকে তুরস্কের কাছে তুলে দিতেই এই আল্টিমেটাম তুর্কি প্রেসিডেন্টের। আংকারায় প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে সরকার সমর্থকদের উদ্দেশে দেয়া ভাষণে তিনি ওই আল্টিমেটাম দেন।
এরদোগান সরকার মনে করে ১৫ জুলাইয়ের ব্যর্থ সেনা অভ্যুত্থানের পেছনে গুলেনের সক্রিয় হাত রয়েছে। সে সময় ২৩৯ জন নিহত ও দুই হাজারের বেশি মানুষ আহত হয়।
এরদোগান সাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই গুলেন অথবা তুরস্কের মধ্যে যেকোনো একজনকে বেছে নিতে হবে। ব্যর্থ সেনা অভ্যুত্থানে গুলেনের জড়িত থাকার অভিযোগের প্রমাণ আংকারা ইতিমধ্যেই যুক্তরাষ্টের কাছে হস্তান্তর করেছে।
তবে সেনা অভ্যুত্থান ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন গুলেন।
এদিকে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় দুটি শহরে পৃথক বোমা হামলায় বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ১৩ জন নিহত এবং আহত হয়েছে আরও অনেকে। হামালার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে দায়ী করেছেন নিরাপত্তা কর্মকর্তারা।