যুক্তরাষ্ট্রের বাজারে জনপ্রিয় চীনের তৈরি ‘ট্রাম্প টয়লেট পেপার’

মানুষের অপছন্দ আর ক্ষোভকে হাতিয়ার করেও যে পণ্যের রমরমা ব্যবসা হতে পারে তাই-ই প্রমাণ করেছেন চীনা ব্যবসায়ী ও পণ্য প্রস্তুতকারকরা। কয়েকটি চীনা কোম্পানি ডোনাল্ড ট্রাম্পের ছবি সম্বলিত টয়লেট পেপার বাজারে ছেড়েছে, আর এর রমরমা বিক্রি হচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে।

ক্রেতারা, বিশেষ করে মার্কিনিরা বিপুল আগ্রহে তা কিনছে। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রায় নিশ্চিত করে ফেলা ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন কারণেই সমালোচিত হচ্ছেন। নির্বাচনী প্রচারাভিযানে ট্রাম্প চীনকে দোষারোপ করে বলেছিলেন, চীনারা মার্কিন নাগরিকদের চাকরি কেড়ে নিচ্ছে। যুক্তরাষ্ট্রের বাজার থেকে মুনাফা তুলে নিচ্ছে তারা।

ট্রাম্পের এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়েই চীনা কোম্পানি এবার তার মুখের ছবি দিয়ে টয়লেট পেপার তৈরি করে বাজারে ছেড়েছে। ট্রাম্পের মুখের বিভিন্ন অঙ্গভঙ্গির ছবি সম্বলিত টয়লেট পেপার তৈরি করেছে চীনা কোম্পানিগুলো। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া-র খবরে বলা হয়, বেশ কয়েকটি চীনা কোম্পানি ট্রাম্প টয়লেট পেপার উৎপাদন করছে। এসব কোম্পানির স্লোগান হচ্ছে ‘ডাম্প উইথ ট্রাম্প’।

চীনের ৭০টিরও বেশি উৎপাদক কোম্পানি ট্রাম্পের ছবি সম্বলিত টয়লেট পেপার উৎপাদন ও বিক্রি করছে। বিশেষ করে আমেরিকানরা এই টয়লেট পেপার নিয়ে বিশেষ আগ্রহ দেখাচ্ছে বলে জানিয়েছে সিনহুয়া। এ ধরনের একটি কোম্পানি হচ্ছে, কিংডও ওয়ালপেপার ইন্ডাসট্রিয়াল লিমিটেড।

কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই ট্রাম্প টয়লেট পেপারের চাহিদা বাড়তে শুরু করেছে। তারা এরই মধ্যে ৫০টির বেশি অর্ডার পেয়েছে। অর্ডারগুলোর বেশির ভাগই যুক্তরাষ্ট্রের গ্রাহকদের দেওয়া। যুক্তরাষ্ট্রে জাতীয় মহিলা ফুটবল দলের অন্যতম সদস্য সিডনি লেরক্স গত মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ট্রাম্প টয়লেট পেপারের একটি রোলের ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশন ছিল,আমার স্বামী আমাদের বাসার জন্য এই মাত্র এই জিনিসের একটি বান্ডিল অর্ডার দিয়েছে। আমি তাকে ভালবাসি। #বিচিত্রটয়লেটপেপার।

About স্টাফ রিপোর্টার

Check Also

সংবাদ সম্মেলনে এসে শান্তির বার্তা দিল তালেবান

বিশ্বকে চমকে দিয়ে অতি দ্রুত কাবুল দখল করে ফেলার দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *