যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় প্রাণ গেছে ১৯০০ জনের। আক্রান্তের দিক দিয়েও সবাইকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রে। এ পর্যন্ত ৪ লাখ ৬৫ হাজার ৭৫০ জন আক্রান্ত যুক্তরাষ্ট্রে।
সবমিলে বিশ্বজুড়ে প্রাণহানি ৯৫ হাজার ৭১৮ জনের। আক্রান্ত ১৬ লাখেরও বেশি। ২৪ ঘণ্টায় নিউইয়র্কেই মারা গেছে ৭৯৯ জন। রাজ্যটিতে প্রাণহানি ৭ হাজার ছাড়িয়েছে। নতুন ১০ হাজার আক্রান্ত নিয়ে রাজ্যটিতে সবমিলে ১ লাখ ৬০ হাজার মানুষ কোভিড নাইনটিন পজেটিভ। যা ইতালি ও স্পেনের মোট আক্রান্তের চেয়েও বেশি।
ফ্রান্সে নতুন ১ হাজার ৩৪১ জনের মৃত্যু নিয়ে প্রাণহানি ১২ হাজার ছাড়িয়েছে। একদিনে ৬৮৩ জনের প্রাণহানির পর স্পেনে মৃতের সংখ্যা সাড়ে ১৫ হাজার। ইতালিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৬১০। সবমিলে দেশটিতে ১৮ হাজার মানুষের প্রাণ গেলো ভাইরাসে।
ভারতের আসামে প্রথম একজন এবং দেশজুড়ে নতুন আরও ৩৪ জন মারা গেছে। দেশটিতে মৃতের সংখ্যা ১৯৯ জনে। আক্রান্ত সাড়ে ৬ হাজার।
যুক্তরাজ্যে ৮১১ জনের মৃত্যু নিয়ে মোট প্রাণহানি ৮ হাজার। লন্ডনের সেন্ট থমাস হাসপাতালের আইসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে।