যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটক

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটক করেছে র‌্যাব।

বুধবার সন্ধ্যায় খালেদের গুলশান-২ এর ৫৯ নম্বর রোডের ৫ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়। আটকের পর সেখানেই তার জিজ্ঞাসাবাদ চলছে। এর আগে দুপুর থেকেই বাড়িটি ঘিরে রাখেন র‌্যাবের শতাধিক সদস্য। একই সময় ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবে ক্যাসিনোতে অভিযান চালায় র‌্যাব।

চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘুরার অভিযোগ পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় বৈঠকে তার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি এ ধরণের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলেন।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে অনির্ধারিত আলোচনায় যুবলীগ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমার কাছে আরও তথ্য আছে রাজধানীর সব সুউচ্চ ভবনের ছাদ দখল নিয়েছে যুবলীগের নেতারা। সেখানে ক্যাসিনো খোলা হয়েছে। যুবলীগের সবার আমলনামা আমার হাতে এসেছে। আমি সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে দিয়েছি।

About স্টাফ রিপোর্টার

Check Also

বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দুর্নীতির দায়ে বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *