রওশন এরশাদ আইসিইউতে ভর্তি

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে হাসপাতালে ভর্তির পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। আজ সোমবার সকালে তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ ভর্তি করা হয়। তাঁর শরীরে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত নন।

নিয়মিত চেকআপ করাতে রওশন এরশাদ গত পরশু দিন সিএমএইচে যান। যাওয়ার পর দেখা যায়, তাঁর ফুসফুসে অক্সিজেন সরবরাহ কমে গেছে। পরে তিনি বাসায় চলে যান। কিন্তু আজকে আবার কিছু সমস্যা মনে হওয়ায় তিনি পুনরায় ভর্তি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর সন্তান রাহগীর আলমাহি সাদ এরশাদ এমপি।

রওশন এরশাদ দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ জন্য সংসদ অধিবেশনেও যেতে পারেনি। এ ছাড়া রাষ্ট্রীয় অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেননি।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *