রজনীকান্ত অভিনীত ‘কালা’ ছবির টিজার মুক্তি পেল

মুক্তি পেল দক্ষিণের মহাতারকা রজনীকান্ত অভিনীত ‘কালা’ ছবির টিজার। এরই মধ্যে টিজারটির ভিউর সংখ্যা ছাড়িয়েছে পাঁচ হাজার। তবে ইন্ডিয়া টুডের খবরে প্রকাশ, রজনীকান্তের সর্বশেষ চলচ্চিত্র ‘কাবালি’র সঙ্গে অনেকটাই মিল রয়েছে ‘কালা’ ছবিটির।

গতকাল রাতেই টিজারটির একটি আন-এডিটেড সংস্করণ ফাঁস হয়ে যায়। সেটা জানার পর টিজারটি সরিয়ে দ্রুত প্রকৃত টিজারটি প্রকাশ করে ছবির প্রযোজনা সংস্থা। সেখানে নতুন লুকে দেখা গেছে রজনীকান্তকে। কারিকালান নামের একজন ডনের চরিত্রে অভিনয় করছেন রজনীকান্ত। নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন নানা পাটেকার। তাঁকে দেখা যাবে একজন দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদের চরিত্রে।

ছবিটির কাহিনী লিখেছেন পিএ রণজিৎ। পরিচালনাও করেছেন তিনি। ছবিতে রজনীকান্ত ও নানা পাটেগার ছাড়াও আরো অভিনয় করছেন হুমা কোরেশি, এশওয়ারি রাও, অঞ্জলি পাতিলসহ আরো অনেকে। ছবিটির প্রযোজনায় রয়েছেন রজনীকান্তের মেয়ের জামাই ধানুশ।

চলতি বছরের ২৭ এপ্রিল ‘কালা’ ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *