রমজানে অপরাধ রোধে তিন স্তরের নিরাপত্তা দেয়া হবে

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া বলেছেন, আসন্ন রমজান মাসে যেকোনো অপরাধ তৎপরতা রোধে তিন স্তরের নিরাপত্তা দেয়া হবে।

শনিবার ঢাকা চেম্বারের সম্মেলন কক্ষে রমজান মাস উপলক্ষে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে রমজান মাসে তিন ধরনের নিরাপত্তা দেয়া হবে। এর মধ্যে পহেলা রমজান থেকে ১০ রমজান, ১১ থেকে ২০ এবং ২১ রমজান থেকে ঈদ পর্যন্ত এই তিনভাগে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হবে। যেসব শপিংমলে নারীদের উপস্থিতি বেশি থাকে সেখানে নারী পুলিশ মোতায়েন করা হবে। যানবাহনের নিরাপত্তার জন্য রেল, নৌ-টার্মিনাল ও বাস টার্মিনালে কমিউনিটি পুলিশ এবং কন্ট্রোল সেন্টার চালু করা হবে।

তিনি বলেন, চাঁদাবাজ-টেন্ডারবাজদের ঢাকা শহরে স্থান হবে না। পুলিশ ও চাঁদাবাজ একসঙ্গে থাকতে পারে না। এসময় রমজানে দ্রব্যমূল্য ও অপরাধ তৎপরতা বৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের ধর্মীয়, সামাজিক ও ব্যবসায়িক মূল্যবোধের কিছুটা হলেও অবক্ষয় হয়েছে। পরকালের কথাও আমাদের ভাবতে হবে।

ডিএমপি কমিশনার বলেন, রমজানে যাতে অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম না বাড়ে সেজন্য আগেই তাদের গ্রেফতার করা হচ্ছে। গত এক সপ্তাহে এ চক্রের ৮২ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি ।

ডিসিসিআই সভাপতি হোসেন খালেদের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বিশেষ অতিথি ছিলেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মজিবুর রহমান। এসময় স্বাগত বক্তব্য রাখেন ডিসিসিআই সহ-সভাপতি হুমায়ুন রশিদ।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *