রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব

কালবৈশাখীর হানা রাজধানীর জনজীবনে ভোগান্তি বয়ে এনেছে। ঝড়ের কবলে পড়ে দিশেহারা হয়ে পড়েন অনেকেই।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ করে প্রবল বেগে ঝড় শুরু হয়। এ সময় ধুলিতে আচ্ছন্ন হয়ে যায় চারদিক। এই ঝড়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েন পথচারী ও যানবাহনের বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। অনেকেই নিরাপদ স্থানে দ্রুত সরে যান।

ঝড়ে নগরীর বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। ঝড়ের পরেই শুরু হয় বৃষ্টি। এ সময় যানজটের কবলে পড়েন নগরবাসী।

কালবৈশাখীর ঘটনা নতুন নয়। তবে গত কয়েকদিনে ঘন ঘন কাল বৈশাখী, শিলাবৃষ্টি আর বজ্রপাতে জনমনে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সংসদ ভবনের সামনে বহু গাছ পড়ে গেছে। এই গাছগুলোর ৪০ বছরের বেশি বয়স। দমকা হাওয়া যে তীব্রতা দেখা যাচ্ছে, তা একটি অস্বাভাবিক বলা যায়। প্রচণ্ড বড় বড় শিলা পড়েছে। বিশেষ করে উত্তর বাংলাদেশে। সেখানে আমের ক্ষতি হয়েছে। ফসলের ক্ষতি হয়েছে।

আবহাওয়াবিদেরা ধারণা করছেন, কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি ঝড়ো বাতাস, বজ্রপাত শিলাবৃষ্টিসহ কালবৈশাখী হওয়ার সম্ভাবনা আছে এ মাসের শেষের দিকে।

 

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *