রাজধানীতে বজ্রসহ মুষলধারে বৃষ্টি

শুক্রবার দুপুরে রাজধানীর বিভিন্ন স্থানে মাঝারি ও কোথাও কোথাও বজ্রসহ মুষলধারে বৃষ্টি হয়েছে্। বর্তমানে আকাশ ঘোলাটে মেঘের আড়ালে ঢাকা পড়ছে। তবে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দু্ই দিন পর্যন্ত। গত কয়েকদিনের দুঃসহ গরমের পর রাজধানীবাসীকে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে মাঝারি বৃষ্টি শুরু হওয়ায় খবর পাওয়া গেছে। কোনো কোনো স্থানে বজ্রসহ মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। বর্তমানে বরিশালের আকাশ ঘোলাটে কাল মেঘের আড়ালে ঢাকা পড়ছে, যে কোন মুহুর্তে দমকা হাওয়া সহ মুষলধারে বৃষ্টিপাত শুরু হবে।

আবহাওয়া দফতর বলছে, চলতি মাসের বাকি দিনগুলোতে স্বস্তির এই আবহ বিরাজ করবে।

আবহাওয়া অধিদফতর জানায়, পাবনা, ফরিদপুর, বগুড়া, মাদারীপুর ও চট্টগ্রাম নদীবন্দরগুলোতে বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত অব্যাহত রয়েছে। তবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রাবন্দর সমুদ্রবন্দরগুলো থেকে সব ধরনের সংকেত উঠিয়ে নেওয়া হয়েছে।

About স্টাফ রিপোর্টার

Check Also

বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দুর্নীতির দায়ে বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *