রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে ৩১টি হাতবোমা উদ্ধার

রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের একটি নির্মাণাধীন বাড়ি থেকে ৩১টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। পরে তা নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বম্ব ডিসপোজাল ইউনিট। বোমা মজুতের দায়ে আটক করা হয়েছে দুজনকে।

বোমা থাকার খবরে শুক্রবার বিকালে ওই বাড়িতে অভিযানে যায় গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা বিভাগ (ডিবি), উত্তরা পশ্চিম থানা পুলিশ বিকাল সাড়ে ৪টার দিকে বাড়িটি ঘিরে ফেলে। এরপর সন্ধ্যার পর বোম্ব ডিসপোজাল ইউনিট একে একে ৩১টি অবিস্ফোরিত হাতবোমা নিষ্ক্রিয় করে।

পুলিশ জানায়, গত ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনে উপ নির্বাচনের দিন উত্তরার মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রের বাইরে বোমাবাজির ঘটনায় উত্তরা পূর্ব থানায় একটি মামলা করেছিল পুলিশ। সেই মামলার তদন্তের ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে উত্তরা এলাকা থেকে মামুন ও সুমন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিকালে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের একটি নির্মাণাধীন বাড়ি থেকে ৩১টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা মহানগর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বলেন, গোপন তথ্যে আমরা বোমাগুলো পেয়েছি। ওই বোমাগুলো মজুতে জড়িত থাকার অভিযোগে তুরাগ থানা এলাকার সুমন ও মামুন নামে দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা দুজনই স্থানীয় যুবদলের নেতা।

তবে এই বোমা এখানে কিভাবে এলো? কোনো নাশকতার জন্য হয়েছিল কি সে বিষয়ে কিছুই জানাতে পারেনি পুলিশ।

About স্টাফ রিপোর্টার

Check Also

বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দুর্নীতির দায়ে বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *