রাজধানীর কারওয়ান বাজারের এক কলার আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। শনিবার (৪ এপ্রিল) রাত এগারোটার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, কারওয়ান বাজারের জনতা টাওয়ারের পাশে এক কলার আড়তে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কিভাবে আগুনের সূত্রপাত ও আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আগুন নেভানোর জন্য ছয়টি ইউনিট কাজ করছে।