রাজধানীর ফার্মেসিতে ফিল্মি কায়দায় ডাকাতি

করোনার কারণে ঔষধ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের কিছু দোকান ছাড়া সব দোকান বন্ধ। এই সুযোগে বুধবার (১ এপ্রিল) রাত ১টার দিকে রাজধানী মোহাম্মদপুরের কলেজগেট এলাকার বিল্লাহ ফার্মায় একেবারে ফিল্মি কায়দায় ডাকাতির ঘটনা ঘটল।

দোকানের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ফাকা সড়ক। হঠাৎ একটি ট্রাক দাঁড়ায় ওষুধের দোকানটির সামনে। ট্রাক থেকে নেমে আসেন তিনজন। তাদের মাথায় গামছা বাঁধা, মাস্ক মুখে পরা।

ট্রাক থামিয়ে মুহূর্তের মধ্যে দুজন চাপাতি ও একজন রড নিয়ে দোকানে ঢুকে পড়েন। এসময় দোকানে একজন ক্রেতাও ছিলেন। তাকেও ভয় দেখিয়ে, ধাকা মারতে মারতে ভেতরে নিয়ে যান তারা।

শুরুতেই ফার্মেসিতে থাকা ল্যাপটপ নিয়ে ট্রাকে রেখে আসে ডাকাতদের এক সদস্য। ফার্মেসির ভেতরে ছিলেন মালিক নাহিদ বিল্লাহ ও পাশের ইউসিবিএল ব্যাংকের এটিএম বুথের সিকিউরিটি মো. সোহাগ। পরে আরমান, সোহাগ ও নাহিদকে মারতে মারতে দোকানের পেছনে নিয়ে যায়। এ সময় আরমানের পকেটের মানিব্যাগ ও মোবাইল নিয়ে নেয় তারা। এরপর নগদ টাকা নিয়ে দ্রুত চলে যায়। মাত্র ২ মিনিটের মধ্যেই ডাকাতি করে চলে যায় তারা। চলে যাওয়ার পর দৌড়ে বের হলেও ট্রাক দেখতে পাইনি। পরে মোটরসাইকেল দিয়ে শ্যামলী পুলিশ বক্স পর্যন্ত গেলেও পাইনি।

এ বিষয়ে বৃহস্পতিবার রাত সাড়ে আটটা পর্যন্ত কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

About স্টাফ রিপোর্টার

Check Also

বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দুর্নীতির দায়ে বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *