রাশিয়ায় ছুটি কাটাতে গেছেন অভিনেত্রী তাপসী পান্নু

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু রাশিয়ায় ছুটি কাটাতে গেছেন। সেখানে তাঁকে সঙ্গ দিচ্ছেন বোন শেগুন পান্নু। সেন্ট পিটার্সবার্গের রাস্তায় তাঁর সেই দৌড়ের ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন তাপসী। তাঁর শাড়ি লুকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, ইনস্টাগ্রামে রাস্তায় দৌড়ের দৃশ্য শেয়ার করেছেন তাপসী। সেখানে দেখা যাচ্ছে, তিনি পাতলা সিল্কের সাদা শাড়ি পরেছেন। সঙ্গে কনুই পর্যন্ত ঢাকা ব্লাউজ। এক হাতে ঘড়ি, অন্য হাতে কয়েক গাছা রুপার চুড়ি। মাথায় খোঁপা। চোখে কালো রোদচশমা।

এ চিত্রনায়িকা ক্যাপশনে জুড়েছেন, ‘এই ছোট রাস্তাগুলো বেশ মন ভালো করা। তবে ডিনারে দেরি হয়ে গেল! এবার দৌড়!’ রাশিয়া থেকে আরও বেশ কিছু ছবি শেয়ার করেছেন পান্নু।

এবার কাজের প্রসঙ্গে ফেরা যাক, তাপসী পান্নুকে সবশেষ ‘থাপ্পড়’ সিনেমায় দেখা গেছে, যেটি পরিচালনা করেন অনুভব সিনহা। আর কিছু দিন পরেই তাঁকে নেটফ্লিক্সে ‘হাসিন দিলরুবা’য় দেখা যাবে, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন বিক্রান্ত ম্যাসে ও হর্ষবর্ধন রানে। ২ জুলাই নেটফ্লিক্সে সিনেমাটির স্ট্রিমিং হবে।

 

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *