আজ রোববার সকালে জেদ্দার রয়্যাল কনফারেন্স প্যালেস থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের দূতাবাস ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিদেশের মাটিতে এমন একটি ভবনের অবস্থান একটি স্বাধীন দেশের চিহ্ন বহন করে। তিনি বলেন, বিশ্বের প্রতিটি দেশেই বাংলাদেশ সরকার ধারাবাহিকভাবে নিজস্ব দূতাবাস ভবন নির্মাণ করবে। এ ছাড়া প্রবাসীদের সুবিধার্থে জেদ্দায় বাংলাদেশের নিজস্ব কনস্যুলেট ভবন নির্মাণের ঘোষণাও দেন তিনি।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুলাজিজ আল সৌদের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে সেখানে অবস্থান করছেন শেখ হাসিনা।