রূপালি ব্যাংকের ডিজিএম শহিদুল ইসলাম খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর।
করোনায় আক্রান্ত হওয়ার পর প্রথমে নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
শহিদুল ইসলাম রূপালি ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন। তাকে নিয়ে মোট তিনজন ব্যাংক কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।
মো. শহিদুল ইসলাম রিপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র ছিলেন। তিনি রাজধানীর বাসাবোতে স্বপরিবারে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব রেখে গেছেন।