লকডাউনের মধ্যেই মৃত্যুসংবাদ

করোনায় সারা দেশ জুড়ে চলছে লকডাউন। আর তার মধ্যেই ভারতীয় সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তীর বাবা প্রবোধ চক্রবর্তী প্রয়াত হলেন। গায়ক কৈলাশ খের টুইট করে এই খবর সকলকে জানান।

প্রীতমের সঙ্গে একটি ছবি পোস্ট করে এই খবর জানান কৈলাশ। তিনি লেখেন, আমার বন্ধুর বাবা পরলোক গমন করেছেন। ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওঁর বাবার আত্মার শান্তি হোক। এই কঠিন সময়ে যেন ঈশ্বর প্রীতম ও তাঁর পরিবারকে শক্তি দেয়। প্রীতম আমার ভাইয়ের মতো। এই কঠিন সময় ও কাটিয়ে উঠুক এই প্রার্থনা করি। কিন্তু প্রীতমের বাবার ঠিক কী হয়েছিল তা এখনও জানা যায়নি।

সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণের ফলে দুর্গতদের সাহাযার্থে একটি সঙ্গীতানুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রীতম ৷

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *