লর্ডসের মাঠে জয়া-বাবু-ভাবনা

ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের শেষ ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আর এই ম্যাচটি মাঠে বসে সরাসরি দেখতে সম্প্রতি ইংল্যান্ড গেছেন দেশের ছোট ও বড় পর্দার তিন তারকা।

দেশের সমর্থনে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটি সরাসরি মাঠে বসে দেখছেন জয়া আহসান, ফজলুর রহমান বাবু ও আশনা হাবিব ভাবনা। লর্ডসের মাঠে প্রবেশের আগে এই তিন তারকা একসঙ্গে একটি ছবিও তুলেছেন। যা সোশাল মিডিয়াতে শেয়ার করেছেন ভাবনা।

এরআগে ভাবনা তার ফেসবুক ওয়ালে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটির টিকেট প্রাপ্তির পর আনন্দিত হয়ে একটি ভিডিও শেয়ার করেছিলেন।

এদিকে আইসিসির মঞ্চে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন জয়া আহসান। লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনে ‘দ্য মলে’-তে হওয়া ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানেও ছিলেন তিনি। এমনকি প্রতিনিধিদের ক্রিকেট মঞ্চেও বাংলাদেশের হয়ে ব্যাট হাতে দেখা গেছে জয়াকে, দেশের আরেক প্রতিনিধি ছিলেন ক্রিকেটার আব্দুর রাজ্জাক।

উদ্বোধনী অনুষ্ঠানের পর পরই দেশে ফিরে এসেছিলেন জয়া আহসান। এরপর অংশ নিয়েছেন হাবিবুর রহমান হাবিব পরিচালিত সরকারি অনুদানে নির্মিতব্য ছবি ‘অলাতচক্র’-তে।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *