শরীরে ব্লিচিং পাউডারের দ্রবণ ছিটাতে নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শরীরে ব্লিচিং পাউডারের দ্রবণ ছিটাতে নিষেধাজ্ঞা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের সব সিভিল সার্জনদের এ নির্দেশনা দিয়ে তাদের চিঠি দেয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক শাহনীলা ফেরদৌসী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সরাসরি মানবদেহে জীবাণুনাশক হিসেবে ব্লিচিং পাউডারের (হাইপোক্লোরাইট) দ্রবণ ব্যবহার করা হচ্ছে, যা মানবদেহের উন্মুক্ত বহিঃঅঙ্গসহ চোখ-মুখের জন্য ক্ষতিকর। এই রূপ ছড়ানো বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী বিধিবদ্ধ নয়। স্বাস্থ্য অধিদফতর বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে। তাই দেশের এই দ্রবণ ছিটানো বন্ধের নির্দেশনা দেয়া হল।

বিশ্বস্বাস্থ্য সংস্থার পরামর্শমতে, সাবান অথবা হ্যান্ডওয়াশ দিয়ে অন্তত ২২ সেকেন্ড ভালোভাবে বার বার হাত ধুয়ে এবং একই সঙ্গে যেসব জিনিসপত্র ধরা হচ্ছে সেগুলো জীবাণুমুক্ত করে করোনা সংক্রমণ ঠেকানো সম্ভব।

কিন্তু দেশে করোনা সংক্রমণ প্রতিরোধে জীবাণুনাশক ছিটানোর মেশিন ও ব্লিচিং পাউডারের ব্যবহার ব্যাপকভাবে বেড়ে গেছে, যা মানবদেহের জন্য ক্ষতিকর।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *