শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে ঢাকার একটি আদালত।
২০শে মার্চ সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে।
আইনজীবীরা বলছেন, এর মাধ্যমে এখন শাহাদাত ও তার স্ত্রীর বিচার প্রক্রিয়া শুরু হল।
এর আগে গত ৫ই ফেব্রুয়ারি গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় ক্রিকেটার শাহাদাত ও তাঁর স্ত্রী বিরুদ্ধে দেয়া অভিযোগপত্র গ্রহণ করে আদালত।
গত বছরের ২৯শে ডিসেম্বর এ মামলায় পুলিশি তদন্ত শেষে শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
শাহাদাত ও তার স্ত্রী দুজনই এখন জামিনে রয়েছেন।

About স্টাফ রিপোর্টার

Check Also

বরিশালে মাঠে নামছে ১০ প্লাটুন বিজিবি

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলার ঘটনায় থমথমে অবস্থা বিরাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *