শিশুদের সঙ্গে সময় কাটালেন “প্রিয়াঙ্কা সরকার”

লকডাউনের বেশিরভাগ সময় বাড়িতেই থেকেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সময় কেটেছে ছেলে সহজ আর দুই পোষ্য হোপ-শ্যাডোকে নিয়ে। সেই সঙ্গে পছন্দের বই পড়েছেন। আর বাগান তো আছেই। প্রিয়াঙ্কার ফ্ল্যাটেই খুব সুন্দর একটি টেরেস গার্ডেন করেছেন। গাছেদের যত্ন, আত্তি, সার দেওয়া, বাগানের পরিচর্যা প্রিয়াঙ্কা সামলান একার হাতেই। সাধের সেই বাগানে বসে কখনও কফি খেতে আবার কখনও বই পড়তে দেখা যায় অভিনেত্রীকে। বাড়ির এই ছোট্ট বাগানটি যে প্রিয়াঙ্কার অক্সিজেন একথা তিনি অনেক বার বলেছেন। কাজের বাইরে বরাবরই বাড়িতে সময় কাটাতে দেখা যায় প্রিয়াঙ্কাকে।

সম্প্রতি সোনারপুরের ‘আ হোম ফর অরফেনস এন্ড ওল্ডেজ- এ গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানেই শিশুদের সঙ্গে খানিক সময় কাটালেন। তাঁদের হাতে তুলে দিলেন প্রয়োজনীয় সামগ্রী। এছাড়াও শেখালেন সামাজিক দূরত্ব কখনই যেন মন থেকে না আসে। করোনার সংক্রমণের হাত থেকে বাঁচতে আমাদের কিছু নিয়ম মেনে চলতেই হবে। বার বার হাত ধোওয়া, প্রয়োজন ছাড়া বাইরে না বেরনো, মাস্ক ব্যবহার করা এসব তো আছেই। কিন্তু নিয়ম মানতে গিয়ে আমাদের নিকটজন প্রতিবেশীদের দূরে সরিয়ে রাখব এমনটা চলবে না। সবার সঙ্গেই ভালোভাবে মিশতে হবে। কথা বলতে হবে। শুধু এই হোমেই নয়, সময় মেলে শহরের আরও নানা হোমে গিয়ে তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন প্রিয়াঙ্কা। হাতে তুলে দেন প্রয়োজনীয় সামগ্রী। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কখনও তা বলতে চান না।

উম্পুন, করোনার জোড়া কবলে বিধ্বস্ত বাংলা। অনেক তারকাই নিজেদের প্রচারের খাতিরে সেই সব ছবি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু প্রিয়াঙ্কা সেসব থেকে বহুদূরে। সোশ্যাল মিডিয়ায় কখনই এসব প্রচার করতে দেখা যায় না প্রিয়াঙ্কাকে। এমন প্রচার বিমুখ কেন তিনি? প্রশ্ন করায় জানালেন, ‘মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার কর্তব্য। তা নিয়ে সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার কাছে প্রচার করার কিছু নেই। আমি আমার দায়িত্বটুকু পালন করেছি মাত্র’।

মানুষের টানে, বাচ্চাদের টানেই প্রিয়াঙ্কা ছুটে গিয়েছিলেন সেখানে। আর নিজে কিন্তু একটিও ছবি শেয়ার করেননি। তাঁর এক ফ্যান সেই হোমে তাঁকে দেখে ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখান থেকেই সকলে জানতে পারেন প্রিয়াঙ্কার এই সামাজিক কর্তব্যের কথা। ছেলে সহজকে যেমন শেখান প্রকৃতিকে রক্ষা করা আমাদের কর্তব্য, তেমনই যখনই কোনও হোমে যান সেখানকার বাচ্চাদেরও এই একই কথা বলেন প্রিয়াঙ্কা। আর প্রিয়াঙ্কা কতটা প্রকৃতিপ্রেমী তা অভিনেত্রীর বাড়িতে গেলে যে কেউ টের পাবেন।

https://www.facebook.com/permalink.php?story_fbid=302518854468631&id=112234433497075

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *