শিশুরা বড় ধরনের ক্রিমিনাল অফেন্সে জড়িয়ে যাচ্ছে

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অপরাজেয় বাংলাদেশ নামে একটি বেসরকারি সংস্থার আয়োজনে এক কর্মশালায় পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, আইনের সংজ্ঞা অনুযায়ী যারা শিশুরা বড় ধরনের ক্রিমিনাল অফেন্সে জড়িয়ে যাচ্ছে। ঐশীর কথা আমরা জানি। আমি শতটা উদাহরণ এখানে দিতে পারব যারা শিশু তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে যাচ্ছে। এটার কারণ আকাশ সংস্কৃতি, মাদকের ভয়াবহতা, নানা ধরনের কালচার এবং আমাদের সামাজিক ধর্মীয় অনুশাসনটা শিথিল হয়ে যাওয়া। আর এ কারণেই এ ধরনের নতুন সমস্যা ফেইস করতে হচ্ছে। পুলিশ কমিশনার বলেন, শিশু আইন, শিশু সুরক্ষা ও নারী সুরক্ষার ব্যাপারে বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন ধরে কাজ করছে। ব্যক্তিগতভাবে মনে করি সরকারের আইন রয়েছে, বিভিন্ন সংস্থা রয়েছে, এনজিও রয়েছে, ইমপরটেন্ট যে জিনিসটা এদের সুসমন্বয় দরকার এবং এটির আন্তরিক প্রয়োগ দরকার। এ অবস্থা থেকে উত্তরণে শিশুদের কাউন্সেলিং প্রয়োজন বলেও তিনি  মনে করেন। তাহলে অবস্থার উন্নতি হবে, শিশু অধিকার নিশ্চিতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।

About স্টাফ রিপোর্টার

Check Also

বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দুর্নীতির দায়ে বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *