শিশু শ্রম বাংলাদেশের অন্যতম একটি সমস্যা

বুধবার (৪ মে) রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদফতরের সম্মেলন কক্ষে সাইবেক (সাউথ এশিয়া ইনিশিয়েটিভ টু ইন্ড ভায়োলেন্স অ্যাগেনেস্ট চিলড্রেন) কর্তৃক বাস্তবায়িত কমিউনিটি ক্যাম্পেইন টু ইন্ড চাইল্ড লেবার শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, শিশু শ্রম বাংলাদেশের অন্যতম একটি সমস্যা। এর পেছনে নানাবিধ কারণ রয়েছে। কারণগুলোকে যথাযথভাবে চিহ্নিত করে শিশুশ্রম বন্ধ করতে হবে। শিশুশ্রম বন্ধে দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বয় খুবই জরুরি।

এ সময় উপস্থিত ছিলেন সাইবেকের গভর্নিং বডির সদস্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, সাইবেকের জাতীয় সমন্বয়ক ডা. আমিনুল ইসলাম এবং শিশুশ্রম বিষয়ক বিশেষজ্ঞরা।

 

About স্টাফ রিপোর্টার

Check Also

বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দুর্নীতির দায়ে বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *