শুক্রবার সারা দেশে মুক্তি পাচ্ছে ‘নূরজাহান’

আগামীকাল শুক্রবার সারা দেশে মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘নূরজাহান’। এই ছবির মধ্যে চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে বাংলাদেশের শিল্পী পূজার। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার আরেক নবাগত নায়ক আদৃত। ছবিটি পরিচালনা করেছেন কলকাতার অভিমন্যু মুখার্জি। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও রাজ চক্রবর্তী প্রোডাকশন।

২০টি সিনেমা হলে ছবিটি মুক্তি পাওয়া প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন বলেন, ‘জাজের ছবি মুক্তি পেলে সবাই বলে আমরা নাকি সব সিনেমা হল নিয়ে নিচ্ছি, আসলে তা নয়। সিনেমা হলের সঙ্গে আমাদের প্রজেক্টরের ব্যবসা রয়েছে, আমাদের সার্ভার ও প্রজেক্টর দিয়ে অনেক সিনেমা হল চলে। তবে কোন ছবি চলবে, সেটা সিনেমা হল মালিকরা নির্ধারণ করেন। আমরা এই ছবির জন্য ২০টি সিনেমা হল পেয়েছি, তবে এই হলগুলো দেশের সেরা হল।’

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *