রাজধানীর শেরেবাংলা নগর এলাকার মোতাহার বস্তিতে একজন করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। এজন্য বস্তিটি লকডাউন করে, ঘিরে রেখেছে পুলিশ।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নির্দেশে বস্তিটি লকডাউন করে দেয়া হয়।
শের-ই-বাংলা নগর থানার কর্মকর্তা জানান, মোতাহারের বস্তিতে থাকা যে ব্যক্তির আজ করোনা শনাক্ত হয়েছে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের অস্থায়ী কর্মী।
বস্তিটিতে প্রায় ৩৫০ পরিবার রয়েছে। বিকাল ৫টার দিকে লকডাউন করে দেয়া হয়েছে।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ ব্যক্তির কোভিড-১৯ শনাক্ত হওয়ায় দেশে মোট আক্রান্তের সংখ্যা ২১৮ জন।