সংসদ সদস্য (এমপি) ও গণফোরাম নেতা মোকাব্বির খান শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গণফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া গণমাধ্যমকে বলেন, মোকাব্বির খান এমপি আজ হঠাৎ করে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বিকেল ৩টার দিকে চিকিৎসার জন্য সিএমএইচে ভর্তি করা হয়েছে।
মোকাব্বির খানের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার ও দল। সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) নগর আসনের সংসদ সদস্য মোকাব্বির খান গণফোরামের কেন্দ্রীয় কমিটিরও সদস্য।