সংসদে প্রথম দিন দুই নারী সাংসদ

তৃণমূ‌ল কংগ্রেসের নবনির্বাচিত দুই নারী সাংসদ মিমি চক্রবর্তী এবং নুসরত জাহানকে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। বাংলার দুই জনপ্রিয় অভিনেত্রী টপ ও প্যান্ট পরে সংসদে যান। শাড়ি পরেই সাধারণত সব নারী সাংসদরা সংসদে যান, সে জায়গায় অন্য পোশাক পরিহিতা দুই সাংসদকে নিয়ে অনেকেই আপত্তি করেন। তাঁদের দাবি, নুসরত ও মিমি সংসদে ‘উপযুক্ত পোশাক’ পরে আসেননি। আবার মিমিকে লক্ষ্য করে আর একজন বলেন, উনি এই পদের যোগ্য না।

দুই টলিউড অভিনেত্রী সোমবার সংসদ চত্বরে আইডেন্টিটি কার্ড দেখিয়ে ছবি তোলেন। সংসদে প্রথম দিন। মিমির পরনে ছিল সাদা শার্ট ও নীল জিন্স এবং নুসরত জাহান পরেন টপ ও প্যান্ট।

মিমি কলকাতার যাদবপুর কেন্দ্রে জয়লাভ করেন প্রায় তিন লাখ ভোটে। অপরদিকে নুসরত বসিরহাট থেকে সাড়ে তিন লাখ ভোটে জয়লাভ করেন।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *