সদরঘাটে ঘাট ও নৌযান শ্রমিকদের সংঘর্ষ, আহত ৫

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নৌযান শ্রমিকদের কর্মবিরতির সমর্থনে মিছিল বের হলে, ঢাকার সদরঘাটে নৌযান শ্রমিকদের সঙ্গে ঘাট শ্রমিকদের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। আহত ৫ জনই নৌযান শ্রমিক।

সর্বনিম্ন মজুরি ১১ হাজার টাকা নির্ধারণ ও গ্রহণযোগ্য পে স্কেল ঘোষণাসহ ৭ দফা দাবি আদায়ে বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচির সমর্থনে নৌযান শ্রমিকরা মিছিল বের করলে তাদের ধাওয়া করেন ঘাট শ্রমিকরা। এ সময় নৌযান শ্রমিকদের মিছিলে থাকা তিন জনকে ধরে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন তারা। মিছিলের পেছনে পুলিশের গাড়ি থাকলেও উভয়পক্ষের মধ্যে প্রায় ২০ মিনিট ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় আরও ২জন নৌযান শ্রমিক আহত হন। বর্তমানে পরিবেশ সাভাবিক রয়েছে।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *