জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে নির্বাচন বলা যায় না। তিনি বলেছেন, যে নির্বাচনে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই, সেই নির্বাচনকে নির্বাচন বলা যায় না। বর্তমান সময় নির্বাচন হচ্ছে আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি। শনিবার বিকেলে চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি এসব কথা বলেন।
আজ বিকেলে নগরীর নাসিরাবাদ এলাকায় এস এ ওয়ার্ল্ড নামের একটি ফ্যাশন হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দলটির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সোলাইমান আলম শেঠ, চলচ্চিত্রশিল্পী ফেরদৌস ও পূর্ণিমা বক্তব্য রাখে।