সবচেয়ে ধনী অভিনেতা ‘জর্জ ক্লুনি’

সবচেয়ে ধনী অভিনেতা হলিউড তারকা জর্জ ক্লুনি। ৫৭ বছর বয়সী এ অভিনেতা গত এক বছরে আয় করেছেন ২৩৯ মিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছেন ডোয়ান জনসন। তাঁর আয় ১১৯ মিলিয়ন মার্কিন ডলার।

জর্জ ক্লুনির আয় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ১০ নারী অভিনেতাদের মোট আয়েরও অনেক বেশি। যদিও তাঁর এ বিপুল অর্থ শুধু অভিনয় থেকেই আসেনি। পানীয় ব্যবসা থেকে বিপুল অর্থ আসে এ অভিনেতার। বিখ্যাত টাকিলা ব্র্যান্ড ক্যাসামিগোস থেকে ক্লুনির অর্থ আসে অনেক।

১৯৯৭ সালে জর্জ ক্লুনি ‘ব্যাটম্যান’ ছবিতে অভিনয় করেন। ২০০১ সালে ‘ওশান’স এলিভেন’ ছবিতে ব্যাংক ডাকাতের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি হয় তাঁর। এ ছবির সিক্যুয়েলগুলোও বেশ জনপ্রিয়। ‘ডেঞ্জারাস মাইন্ড’, ‘গুড নাইট’ ও ‘গুড লাক’ ছবি পরিচালনার পাশাপাশি তাতে অভিনয়ও করেন।

টেলিভিশন সিরিজ ও সিনেমায় সমান জনপ্রিয় তিনি। বিজ্ঞাপন থেকেও বিপুল অর্থ আয় হয় তাঁর। দ্য রিচেস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, হলিউড এ অভিনেতার মোট সম্পত্তি ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। ইউরোপ ও আমেরিকায় ক্লুনির অনেক সম্পত্তি আছে। জর্জ ক্লুনির স্ত্রী অমল ক্লুনির মোট সম্পত্তি রয়েছে ৭ দশমিক ৬১ মিলিয়ন মার্কিন ডলারের।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *