সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন আর নেই। বুধবার ভোর ৪টার দিকে ভারতের মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে প্রায় ১ মাস ধরে ভারতের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া তিনি শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রমোদ মানকিনের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কচুন্ধরা গ্রামে। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। একই সঙ্গে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন তিনি।