সর্তকতা মেনেই শ্যুটিং করছেন রাসমণি

অবশেষে টলিউডে শ্যুটিং শুরু হয়েছে। করোনা ভাইরাসের জন্য প্রায় তিন মাস বন্ধ ছিল টলিপাড়ায় কাজ। এতে অসুবিধায় পড়েছিলেন কলা-কুশলী থেকে শুরু করে টেকনিশিয়ানরা। লকডাউন হালকা হতেই অনুমতি দেওয়া হয় শ্যুটিংয়ের। গত কাল অর্থাৎ ১৫ তারিখ থেকে নতুন এপিসোড টেলিকাস্ট হওয়াও শুরু হয়েছে। তবে অনস্ক্রিন মাস্ক পরে কেউ অভিনয় করছেন না। শ্যামা মাস্ক পরলেও রানি রাসমণির যে মাস্ক পরার উপায় নেই। কারণ সেই সময় মাস্ক ব্যবহার হয়নি।

রানি রাসমণি সিরিয়ালের সেটেও রয়েছে কড়া নজরদারি। সকলেই বার বার হাত স্যানিটাইজ করছেন। মুখে মাস্কও পড়ে থাকছেন সকলে। নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখছেন। সকলের মেক-আপ বক্স আলাদা। শুধু মাত্র যে সময় তাঁরা নিজেদের ফাইনাল টেক দিচ্ছেন, তখন মাস্ক খুলছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রানি রাসমণির চরিত্রে অভিনয় করা দিতিপ্রিয়ার একটি ছবি ভাইরাল হয়। সেটে গিয়ে মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার ব্যবহার করছেন তিনি। তবে এই ভয়ঙ্কর সময়ে কাজ না করেও যে চলবে না। তাই সর্তকতা মেনেই কাজ চলছে টলিপাড়ায়।

https://www.instagram.com/p/CBfT7WcjI6E/?utm_source=ig_embed

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *