সর্বাধিক গ্রহণযোগ্য আবদুল হামিদই

রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ সর্বাধিক গ্রহণযোগ্য বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আবদুল হামিদই জনগণের প্রত্যাশা পূরণ করবেন।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে আবদুল হামিদের নামে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতি আবদুল হামিদকে দেশের মানুষ পছন্দ করে। তিনিই সর্বাধিক গ্রহণযোগ্য। তার কাছে দলের কোনো প্রত্যাশা নেই। দেশের মানুষের প্রত্যাশা পূরণ করলেই হবে।

এর আগে, রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এর মধ্যে একটিতে প্রস্তাবক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সমর্থক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অন্যটিতে, প্রস্তাবক সমাজকল্যাণমন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সমর্থক আ স ম ফিরোজ।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *