বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ যেন ছড়িয়ে না পড়ে সেটি প্রতিরোধে সাধারণ ছুটি ৫ মে পর্যন্ত, আরো ১০ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই প্রজ্ঞাপন জারি করা হয়।
যেহেতু ৬ মে বৌদ্ধ পূর্ণিমার ছুটি আছে, সেহেতু ওই দিন সরকারি ছুটি থাকবেই। তবে ৫ মে পর্যন্ত সাধারণ ছুটির নোটিশ হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসকও কর্মী এবং গণমাধ্যমে নিয়োজিত কর্মী এর আওতামুক্ত থাকবে। সেই সাথে সড়ক ও নৌ পথে সব ধরণের পণ্য পরিবহণের কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীগণও এ ছুটির বাইরে থাকবে।
ছুটিকালে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে শিল্প-কারখানা, কৃষি এবং উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো ও গণপরিবহন পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে।
এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ সীমিত আকারে খোলা থাকবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় কমিটির সভাপতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন জাতীয় কমিটির সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।