সাবেক এমপি পুতুল করোনা আক্রান্ত ছিলেন

বগুড়ার সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক নারী বিষয়ক সম্পাদক কামরুন্নাহার পুতুল (৬৫) করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাতে মারা যান। শুক্রবার সন্ধ্যায় বগুড়ার সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা উপসর্গ নিয়ে সাবেক সাংসদ মারা যাওয়ার ঘটনায় তার ও তার পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষা করা হয়। শুক্রবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া রিপোর্টে সাবেক এমপি পুতুল এবং তার পরিবারের পাঁচ সদস্যের রিপোর্টে করোনা পজিটিভ আসে।

কামরুন্নাহার পুতুল

তিনি আরও জানান, বগুড়া এই প্রথম কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। এছাড়াও সাবেক এমপির পরিবারের সদ্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হবে এবং বাড়ি লকডাউন করা হবে।

বগুড়ার কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যরা জানাজা শেষে শহরের নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানে তার মরদেহ দাফন করেন। এ সময় তার পরিবারের কোনও সদস্য উপস্থিত ছিলেন না।

কামরুন্নাহার পুতুল প্রয়াত এমপি মোস্তাফিজার রহমান পটলের স্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি এক ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের সময় কামরুন্নাহার পুতুল তৎকালীন বগুড়া-জয়পুরহাট জেলার সংরক্ষিত নারী আসনে এমপি মনোনীত হয়েছিলেন।

About স্টাফ রিপোর্টার

Check Also

বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দুর্নীতির দায়ে বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *