সাবেক ছাত্রলীগ নেতা রাসেল আইসিইউতে

ছাত্রলীগের সদ্য সাবেক দফতর সম্পাদক শেখ রাসেল ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করছে।

মাত্র ৩০ বছর বয়সী এই ছাত্রনেতা প্রায় এক মাস ধরে হাসপাতালে ভর্তি। চিকিৎসক জানিয়েছেন, রাসেল এডাল স্টিল ডিজিজ, লাঞ্চ, থাইরয়েড ও কিডনিজনিত রোগে আক্রান্ত হয়েছেন। কিডনিতে দুটি টিউমার ধরা পড়েছে। তাঁকে দ্রুত বিদেশ নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন।

ছাত্রলীগের সাবেক ও বর্তমান দুই-একজন নেতা ছাড়া রাজনৈতিক মহলের কেউ শরীয়তপুরের আওয়ামী লীগ পরিবারের সন্তান রাসেলের খোঁজখবর নিচ্ছে না।

রাসেলকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে তাঁর পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছে। এদিকে রাসেলের অসুস্থতার কথা শুনে শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস সাইফুজ্জামান শিখর হাসপাতালে গিয়ে সাবির্ক বিষয়ে খোঁজ খবর নিয়েছেন এবং সহায়তার আশ্বাস দিয়েছেন।

About স্টাফ রিপোর্টার

Check Also

বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দুর্নীতির দায়ে বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *