সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মৃত্যু

জ্বর ও শ্বাকষ্ট নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ও এনএলএফ ল’ইয়ার্স সলিডারিটির সদস্য, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট মোহাম্মদ ওসমান গনি মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। আজ মঙ্গলবার সকালে গুলশান সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রায় তিন সপ্তাহ ধরে তিনি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না জানা যায়নি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

মোহাম্মদ ওসমান গনি তোপখানার সিটি ভিউ ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ছিলেন। তিনি ১৯৯৩ সালের ২৫শে জানুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হয়েছিলেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে ইসলাম বক্স ভূঁইয়া বাড়ি (নতুন বাড়ি বিদ্যানিকেতন)।

তার মরদেহ গ্রামের বাড়ি নেয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

About স্টাফ রিপোর্টার

Check Also

বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দুর্নীতির দায়ে বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *