লেবাননের শিয়া জঙ্গি গ্রুপ হিজবুল্লাহ শনিবার সিরিয়ায় তাদের শীর্ষ সামরিক কমান্ডারকে গোলা হামলায় হত্যার জন্যে ইসলামি চরমপন্থীদের দায়ী করেছে। তারা এই হত্যার প্রতিশোধ গ্রহণ করবে বলে জানিয়েছে।
হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়, তদন্তে দেখা গেছে দামেস্ক আন্তর্জাতিক বিমানন্দরের কাছে আমাদের অবস্থান লক্ষ্য করে যে গোলা হামলা চালানো হয় তাতে মুস্তাফা বদরুদ্দিন নিহত হন। এ হামলা চালায় ওই এলাকায় অবস্থানরত সুন্নি চরমপন্থীরা।
বিবৃতিতে নির্দিষ্ট কোনো গ্রুপের নাম উল্লেখ করা হয়নি এবং এ হামলার জন্যে কেউ দায়িত্বও স্বীকার করেনি। হিজবুল্লাহপন্থী সংবাদ মাধ্যম বলছে, হামলাটি বৃহস্পতিবার রাতে চালানো হয়েছে।
ইরান-সমর্থিত হিজবুল্লাহ সিরিয়ায় হাজার হাজার যোদ্ধা মোতায়েন করে যেখানে বদরুদ্দিন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দেয়া বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন।
সিরিয়ায় হিজবুল্লাহ গ্রুপের বিরোধী অবস্থানে রয়েছে ইসলামিক স্টেট গ্রুপের সুন্নি চরমপন্থীরা এবং আল কায়দা-সমর্থিত গোষ্ঠী আল নুসরা ফ্রন্ট।
শনিবারের বিবৃতিতে হিজবুল্লাহ তাদের ভাষায় সিরিয়ার অপরাধী চক্রের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে।
এতে আরো বলা হয়, তদন্তের ফলাফল কেবল আমাদের দৃঢ়তাকেই বাড়িয়ে দেয়নি বরং ওইসব অপরাধী চক্র পরাজিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ারও শক্তি যুগিয়েছে।
Check Also
সংবাদ সম্মেলনে এসে শান্তির বার্তা দিল তালেবান
বিশ্বকে চমকে দিয়ে অতি দ্রুত কাবুল দখল করে ফেলার দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ …