‘সিতারা’র নতুন পোস্টার

আসছে শুক্রবার (১৯ জুলাই) ভারতের পাঁচটি রাজ্যে মুক্তি পাচ্ছে পশ্চিম বাংলার নির্মাতা আশীষ রায়ের বহুল প্রতীক্ষিত ছবি ‘সিতারা’। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন বাংলাদেশের তারকা অভিনেতা জাহিদ হাসান ও পশ্চিম বাংলার অভিনেত্রী রাইমা সেন।

সম্প্রতি পশ্চিম বাংলার জন্য ‘সিতারা’র নতুন পোস্টার প্রকাশের পর এবার তেলেগু ভাষায় প্রকাশ পেল পোস্টার। নির্মাতা জানালেন, পশ্চিম বঙ্গ ছাড়াও ছবিটি কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক ও অন্ধ্র প্রদেশ-এ মুক্তি পাচ্ছে ছবিটি।

বাংলা ভাষাভাষি দর্শকের মতো তেলেগুর দর্শকের জন্য পোস্টারেও দেখা মিললো জাহিদ হাসান ও রাইমা সেনের। পাঁচ প্রদেশে ছবিটি মুক্তি পেলেও এটি বাংলা, তেলেগু ও তামিল ভাষায় নির্মিত।

পরিচালক আশীষ রায় জানান, ঈদের পর বাংলাদেশে মুক্তি দেয়ার প্রস্তুতি চলছে। সেভাবেই প্রক্রিয়া এগিয়ে চলেছে।

ছবিতে জাহিদ হাসান ও রাইমা সেন ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, এম এ নাসের, সুব্রত দত্ত, মেঘনা নাইডু ও মাসুদ আখতার। ছবির চিত্রনাট্য লিখেছেন মলয় বন্দ্যোপাধ্যায় এবং ছবিতে সংগীত দিয়েছে দোহার ৷

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *