গত লোকসভা নির্বাচনের প্রচারমঞ্চে দাঁড়িয়ে সিপিএম বিরোধিতা করলেও মাত্র দুই বছর পরে এবার সিপিএমকে ভোট দিতে বললেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধি। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে জোটের সৌজন্যে সেই ছবিটা পালটেছে। তাই তো সভামঞ্চে দাঁড়িয়েই প্রকাশ্যে সিপিএমকে ভোট দেয়ার আহ্বান জানালেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধি। শনিবার বসিরহাটে তিনি বলেন, বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে যে মানুষের জোট তৈরি হয়েছে, সেই জোটই ২০১৬ এর সরকার গড়বে। তাই যেখানে কংগ্রেস প্রার্থী নেই সেখানে সিপিএম প্রার্থীদের জয়ী করুণ।
এদিন ফের একবার তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন কংগ্রেসের সহ-সভাপতি। তৃণমূল সরকারকে সিন্ডিকেট রাজের সরকার বলেও কটাক্ষ করেন তিনি। দক্ষিণ বসিরহাট বিধানসভার ভ্যাবলা স্কুল মাঠে ওই কেন্দ্রের বাম–কংগ্রেস জোট প্রার্থী অমিত মজুমদারের সমর্থনে শনিবার জনসভা করেন রাহুল গান্ধি।
রাহুল গান্ধি বলেন, এই সরকারের বিরুদ্ধে দুর্নীতি আর মিথ্যা প্রতিশ্রুতির একাধিক অভিযোগ রয়েছে। বিবেকানন্দ উড়ালপুল ভেঙে পড়ার ঘটনায় তৃণমূল সরকারের গাফিলতি ছিল। যে সংস্থাকে এই উড়ালপুল তৈরির টেন্ডার দেয়া হয়েছিল, তারা নিম্নমানের সিমেন্ট ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন তিনি।
Check Also
সংবাদ সম্মেলনে এসে শান্তির বার্তা দিল তালেবান
বিশ্বকে চমকে দিয়ে অতি দ্রুত কাবুল দখল করে ফেলার দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ …